মেহেরপুরের গাংনীর ধানখোলা গ্রামে জোর পূর্বক জমি দখলের চেষ্টা করা হয়েছে। প্রতিপক্ষ বশির ও তার লোকজন ওই জমি নিজের বলে দখল করতে গিয়ে সীমানা প্রাচীর ভাংচুর করে ও বেশ কয়েকটি গাছ কেটে ফেলে। বৃহষ্পতিবার দিনগত রাতে এ ঘটনাটি ঘটে। এব্যাপারে গাংনী থানায় জানানো হয়েছে বলে দাবী করেছেন ভুক্তভোগি আব্দুল লতিফ।
জমির দাবী দার আব্দুল লতিফ জানান, বছর সাতেক আগে জনৈক বশির তার মেয়ে মাকসুরার নামে সাড়ে ১৬ শতাংশ জমি রেজিষ্ট্রি করে দেন। বছর তিনেক আগে সাংসারিক প্রয়োজনে মাকসুরা তার বাবার দেওয়া জমি বিক্রি করেন লতিফের ছেলে হাসানের কাছে। সেই থেকে ওই জমি হাসানের পিতা লতিফ ভোগদখল করে প্রাচীর নির্মান করেন ও গাছ রোপন করেন। হঠাৎ বছর খানেক আগে ওই জমি নিজের বলে দাবী করে মেহেরপুর আদালতে মামলা করেন বশির। বিজ্ঞ আদালত উভয়ের স্বাক্ষ্য গ্রহন ও কাগজপত্র যাচাই করে মামলাটি খারিজ করে দেন।
এদিনে কৌশলে জমি নিজের আয়ত্বে আনতে সুচতুর বশির তার ভাগ্নে লাইলাতুলকে দিয়ে মেহেরপুর আদালতে তিনমাস আগে আবারো মামলা করেন যা চলমান। অথচ ওই জমি জোর পূর্বক দখল নেওয়ার জন্য তারা বৃহষ্পতিবার রাতে ৩০/৪০ জন মোটর সাইকেল যোগে ওই জমিতে গিয়ে প্রাচীর ভাংচুর করে ও গাছ পালা কেটে বিনষ্ট করে। এ ব্যাপারে গাংনী থানা পুলিশকে জানানো হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগি আব্দুল লতিফ।
গাংনী থানার ওসি তাজুল জানান, এখনও কোন অভিযোগ লিখিত আকারে আসেনি। অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।