নির্মাণ কাজের সময় বাড়ির ছাদ থেকে পড়ে আসলাম আলী(৩০) নামের এক নির্মাণ শ্রমিক আহত হয়েছেন। আহতকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বৃহষ্পতিবার বেলা তিনটার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার হিজলবাড়িয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। আসলাম আলী গাংনীর ধর্মচাকী গ্রামের মৃত আজগর আলীর ছেলে।
আহতসুত্রে জানা যায়, হিজলবাড়িয়া গ্রামের কালু মিয়ার বাড়ির ছাদে কাজ করছিলেন আসলাম আলী। হঠাত অসাবধানতা বশতঃ সেখান থেকে নিচে তারকাটার বেড়ার উপর পড়ে গিয়ে গুরুতর জখম হয় সে। একই সাথে বিদ্যুতস্পৃষ্ট হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তার অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক এমকে রেজা তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।