পারিবারিক কলহের জের ধরে পানছুরা(৫২) নামের এক নারী আত্মহত্যা করেছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করে। পানছুরা মেহেরপুরের গাংনীর দেবীপুর গ্রামের সাত্তার আলীর স্ত্রী। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানান, পানছুরার স্বামীর ও সন্তানের সাথে কলহ বিবাদ ছিল। আজ সোমবার সকালে বাক বিতন্ডা হয় স্বামীর সাথে। এতে রাগান্বিত হয়ে সবার অগোচরে গলায় ফাঁস লাগায় সে। পরে পরিবারের লোকজন টের পেয়ে ঘরের দরজা ভেঙ্গে পানছুরার লাশ উদ্ধার করে। সেই সাথে থানা পুলিশকে জানানো হয়।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, অপমৃত্যুর ঘটনায় গাংনী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মানসিক ভারসাম্যহীন ওই নারী মাঝে মধ্যে আত্মহত্যার চেষ্টা করতো। মৃত্যুর ব্যাপারে কোন বাদী না থাকায় লাশ দাফনের অনুমতি দিয়েছে প্রশাসন।