মেহেরপুরের কালীগাংনী গ্রামের কলেজ ছাত্রী অপহরণ মামলার আসামী শিমুল হোসেন (২২) কে গ্রেফতার করেছে র্যাব। বুধবার দিবাগত রাত ১১ টার দিকে গাংনীস্থ র্যাব ক্যাম্পের একটি টীম গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাকে গ্রেফতার করে।
শিমুল গাংনী উপজেলার ধানখোলা মাঠপাড়া এলাকার রাইতাল হোসেনের ছেলে। তাকে মেহেরপুর সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
র্যাব-১২ গাংনী ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফ উল্লাহ জানান, শিমুল হোসেন গত ১১ এপ্রিল কলেজ ছাত্রী সাদিয়াকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল দূর্ঘটনায় উভয়ে আহত হয়। স্থানীয়রা সাদিয়াকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় বাদী হয়ে সাদিয়ার পিতা ছহিরুল ইসলাম নারী ও শিশু নির্যাতন দমণ আইনের ৭/৩০ ও সড়ক পরিবহণ আইনের ৯৮/১০৫ ধারায় মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। যার নং- ১, তাং- ০১/১১/২৪ ইং।
আসামী শিমুল বিভিন্ন স্থানে আত্মগোপন করেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান টের পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।