• শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ গাংনীতে অবৈধভাবে সার মজুদের অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা মুজিবনগরে মাদক ও অবৈধ ভারতীয় মালামালসহ চার চোরাকারবারী আটক মেহেরপুরে পালিত হলো বিশ্ব পরিযায়ী পাখি দিবস মেহেরপুরে তীব্র কুয়াশার সাথে বাড়ছে শীত মুজিবনগরে উচ্চমূল্যে সার বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা দৌলতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মেহেরপুরে অবৈধভাবে সার মজুদের দায়ে ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা মেহেরপুরে খাদ্য অধিকার আইন বাস্তবায়নে ধ্রুবতারা’র বিভিন্ন কমর্সূচী পালন গাংনীতে গ্রাম পুলিশের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনি অনুষ্ঠিত

গাংনীতে ওসি এলএসডির অবহেলায় কয়েক কোটি টাকার সম্পদ অরক্ষিত

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
কোটি টাকার সম্পদ অরক্ষিত
গাংনীতে ওসি এলএসডির অবহেলায় কয়েক কোটি টাকার সম্পদ অরক্ষিত

ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদাসীনতা

মেহেরপুরের গাংনী খাদ্য গুদামের বাস্তব চিত্র জানেনা ঊর্ধ্বতন কর্মকর্তারা। কর্মস্থলে থাকেন না খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি এলএসডি) হাসান সাববীর। তিনি প্রতিদিনই চলে যান গ্রামের বাড়িতে। এসআই পদ শূণ্য তাই দারোয়ানের ভরসায় কোটি কোটি টাকার সম্পদ। তবে কর্মকর্তারা জানে তিনি স্টেশনেই থাকেন, যা বাস্তবতায় ভিন্ন।

সারাদেশের মতই মেহেরপুরের তিন উপজেলার তিনটি গুদামে পর্যাপ্ত পরিমানে ধান, চাল মজুদ রয়েছে। এসকল খাদ্য গুদামের মালামাল রক্ষায় খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য গুদামের সীমানার মধ্যেই আবাসিক ব্যবস্থা আছে। ইতোপূর্বেও কর্মকর্তারা স্টেশনেই অবস্থান করতো।

বর্তমান ওসি এলএসডি হাসান সাববীর যোগদানের প্রায় দেড় বছর হতে চলেছে। কিন্তু মাসে দুই বা তিন দিনের বেশি কর্মস্থলে থাকেন না। ধান, চাল ক্রয় অথবা চাল বিতরণকালেও রাতে গ্রামের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুরে চলে যান।

পূর্বের অফিসের সময় সূচিতে দেরি করে আসলেও বিকাল ৫ টার আগেই কর্মস্থল ত্যাগ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার ক্ষেত্রে সরকারী বিধি বিধানে কর্মস্থলেই অবস্থান করার বাধ্যবাধকতা থাকলেও তা মানছেন না তিনি।

মঙ্গলবার দুপুর তিনটায় সরেজমিনে গেলে ভারপ্রাপ্ত কর্মকর্তার অফিস কক্ষ তালাবদ্ধ দেখা যায়। এসময় অফিসের এক কর্মচারী জানান, স্যার আজ আসেননি। স্যার গতকাল এসেছিলেন বিকেলে প্রাগপুরের বাড়ি থেকে আজ কুষ্টিয়াতে গেছেন।

এ বিষয়ে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি এলএসডি) হাসান সাববীর বলেন, আমার অনেক কাজ করতে হয়। আমার এখানে এসআই নেই তাই সব কাজ এবং আমাকে একাই করতে হয়। তবে অফিসের পর তিনি কর্মস্থল কিভাবে ত্যাগ করেন তার কোন জবাব মেলেনি।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো: মনোয়ার হোসেন জনান, আমিতো জানি তিনি খাদ্য গুদামেই থাকেন। জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো: মনিরুজ্জামান জানান, ওসি এলএসডি হাসান সাববীরতো গাংনী খাদ্য গুদামেই থাকেন। আচ্ছা আমি বিষয়টি দেখবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category