• শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ গাংনীতে অবৈধভাবে সার মজুদের অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা মুজিবনগরে মাদক ও অবৈধ ভারতীয় মালামালসহ চার চোরাকারবারী আটক মেহেরপুরে পালিত হলো বিশ্ব পরিযায়ী পাখি দিবস মেহেরপুরে তীব্র কুয়াশার সাথে বাড়ছে শীত মুজিবনগরে উচ্চমূল্যে সার বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা দৌলতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মেহেরপুরে অবৈধভাবে সার মজুদের দায়ে ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা মেহেরপুরে খাদ্য অধিকার আইন বাস্তবায়নে ধ্রুবতারা’র বিভিন্ন কমর্সূচী পালন গাংনীতে গ্রাম পুলিশের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনি অনুষ্ঠিত

গাংনীতে উর্মিকে হত্যার অভিযোগে স্বামী শশুর জেল হাজতে, শাশুড়ি পলাতক

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
রিমান্ড মঞ্জুর
ইবি ছাত্রী ঊর্মি হত্যা মামলায় স্বামী শ্বশুরের দুই দিনের রিমান্ড মঞ্জুর

গাংনীতে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষার্থী নিশাত তাসনীম উর্মি (২৪) হত্যার অভিযোগে তার স্বামী আফাকুজ্জামান প্রিন্স ও শশুর হাসেম শাহের জামিন আবেদন না মঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত। উর্মির পিতার দায়ের করা মামলায় তাদেরকে জেল হাজতে আটক রাখার আদেশ দিয়েছেন আদালত। রবিবার(১১ সেপ্টেম্বর) মেহেরপুর আদালতে তাদের জামিন আবেদন করা হয়েছিল বলে জানায় পুলিশ।
এদিকে উর্মির মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে তার স্বামী ও শশুরকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেছে পুলিশ।
পুলিশ সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে স্বামীর বাড়িতে হত্যাকান্ডের অভিযোগে উর্মির পিতা গোলাম কিবরিয়া গাংনী থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা আসামি করা হয়েছে স্বামী প্রিন্স, প্রিন্সের পিতা হাসেম শাহ ও প্রিন্সের মা রিক্তা খাতুনকে। শুক্রবার সকালে প্রিন্স ও তার পিতাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। আর আত্মগোপন করে প্রিন্সের মা। তাকে গ্রেফতারে জোর চেষ্টা চালাচ্ছে পুলিশ।
মামলা তদন্তকারী কর্মকর্তা জানান, উর্মির পিতার দায়েরকৃত মামলায় গ্রেফতার প্রিন্স ও হাসেম শাহকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছিল। গতকাল তাদের জামিন আবেদন করলে বিজ্ঞ আদালত নামঞ্জুর করে তাদেরকে মেহেরপুর জেলা কারাগারে আটক রাখার নির্দেশ বহাল রেখেছেন। গৃহবধুর মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য যেমনি ময়নাতদন্ত রির্পোটের জন্য অপেক্ষা করা হচ্ছে তেমনি আসামিদের জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। তাই বিজ্ঞ আদালতের কাছে রিমান্ডের জন্য আবেদন করা হয়েছে।
গাংনী থানা সুত্রে জানা গেছে, আলোচিত এই ঘটনার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশ। পাশাপাশি মামলার পলাতক আসামিকে গ্রেফতার এবং এই ঘটনার সাথে আরও কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, গোলাম কিবরিয়া ও চিৎলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক লায়লা আরজুমান বানুর বড় মেয়ে নিশাত শারমিন উর্মির বিয়ে হয় গাংনীর কাথুলী মোড় পাড়ার ব্যবসায়ী হাসেম শাহের ছেলে প্রিন্সের সাথে। প্রিন্স কুষ্টিয়া সরকারি কলেজ আর উর্মি ইবিতে অধ্যায়নরত। তাদের ১৩ মাস বয়সী এক পুত্র সন্তান রয়েছে। বৃহস্পতিবার রাতে উর্মিকে পিটিয়ে শ্বাসরোধে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে তার পরিবার। এমন অভিযোগে তাদের নামে মামলা দায়ের করে নিহতের পরিবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category