গাংনীতে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে মেহেরপুরের গাংনী উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন, রাসেল রানা, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন, আনসার ভিডিপি কর্মকর্তা আবু সাঈদ ও উপজেলা বিভিন্ন মসজিদের ইমামসহ শ্রেণী পেশার মানুষ।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ (সাঃ) স্মরণে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা জাহিদুল ইসলাম।