• বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৭:০২ অপরাহ্ন

গাংনীতে আসাদুজ্জামান বাবলুর উদ্যোগ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
গাংনীতে আসাদুজ্জামান বাবলুর উদ্যোগ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
গাংনীতে আসাদুজ্জামান বাবলুর উদ্যোগ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলুর উদ্যোগে বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

শুক্রবার (০১ সেপ্টেম্বর) বিকেলে গাংনী হাসপাতাল বাজারে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে আনন্দ মিছিল নিয়ে বিভন্ন এলাকা নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।

বিএনপি নেতা মতিউর রহমানের সভাপতিত্বে ও সুরেলী আলভীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ছাত্রদল সভাপতি নাজমুল হোসেন, জেলা কৃষক দলের সভাপতি মাহবুবুর রহমান, গাংনী পৗরসভার ৪নং ওয়ার্ড বিএনপি সভাপতি আজিজুল হক ডাকু, জেলা ওলামা দলের সভাপতি এনামুল হক, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আব্দুল্লাহ আল হাসান শাওন, গাংনী পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামন মনি, যুবদল নেতা সাহিবুল ইসলাম ও গাংনী উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক ইমনসহ নেতৃবৃন্দ।

বক্তৃতায় আসাদুজ্জামান বাবলু বর্তমান সরকারের বিরুদ্ধে জুলুম নির্যাতনের অভিযোগ তুলে বলেন, দেশের হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়েছে। যার ফলে দুই টাকার জিনিস এখন দুই হাজার টাকা কিনতে হচ্ছে।

তাই জনগণের স্বার্থে জাতীয়তাবাদী দল বিএনপিকে আবার ক্ষমতায় আনতে হবে। কারণ বিএনপি ক্ষমতায় থাকলে মানুষ ভাল থাকে। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকারকে পদত্যাগ করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category