সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ গড়ি। সকলে মিলে গড়ে তুলি এক অহিংস বাংলাদেশ। এই স্লোগানে মেহেরপুরের গাংনীতে মানববন্ধন করা হয়েছে।
বুধবার (২ অক্টোবর) সকালে গাংনী প্রেস ক্লাবের সামনে আন্তর্জাতিক অহিংস দিবস পালনে এই মানববন্ধন করা হয়।
দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের পিস ফর ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) আয়োজিত মানববন্ধনে এরিয়া সমন্বয়কারী হেলালউদ্দীনের পরিচালনায় এবং বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের নেতৃত্বে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম সভাপতি সিরাজুল ইসলাম, পিএফজি সদস্য জুলফিকার আলী ভুট্টো, আবু সাদাত সায়েম পল্টু, গাংনী প্রেস ক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, সাধারণ সম্পাদক মাহাবুব আলম, পিএফজির সমন্বয়কারী সাংবাদিক রফিকুল আলম বকুল, জাতীয় পাটির উপজেলা সভাপতি কিতাব আলী বিএসসিসহ পিএফজি সদস্যবৃন্দ।