কুষ্টিয়ায় কন্দরপদিয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে মোমিন ইসলাম (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১১সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বাড়ির পাশে একটি পান ক্ষেতে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক কন্দরপদিয়া গ্রামে শিমুল আলীর ছেলে।
নিহতের পারিবারিক সূত্র জানা যায়, সোমবার সকালের দিকে মোমিন বাড়ির পাশে একটি পান ক্ষেতে কাজ করছিল। এসময় পানের ক্ষেতের মধ্যে ছিড়ে পড়ে থাকা বৈদ্যুতিক তার মোমিন অসাবধনতাবশত স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর অসুস্থ্য হয়ে পড়ে।
এক পর্যায়ে স্থানীয়রা বুঝতে পেরে তাকে পান ক্ষেত থেকে উদ্ধার হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হরিণাকুণ্ডু থানার ওসি মোঃ আবু আজিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।