কুষ্টিয়ার মিরপুরে পাটক্ষেত থেকে ইজিবাইক চালকের হাত-পা বাঁধা অবস্থায় আকরাম শেখ (৪৯) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে উপজেলার পোড়াদহ ইউনিয়নের চিথলিয়া এলাকার পাটক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আকরাম শেখ উপজেলার উত্তর কাটাদহ রেলগেট এলাকার মোশারফ শেখের ছেলে।
মিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, চিথলিয়া এলাকার পাটক্ষেতের মধ্যে হাত-পা বাঁধা অবস্থায় আকরাম শেখের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় ছিল। তবে তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা শেষে পাটক্ষেতে ফেলে রেখে যায়। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।