• শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
মেহেরপুর-কুষ্টিয়া সড়কে গণ ডাকাতি ॥ ডাকাতের অস্ত্রের কোপে গুরুতর আহত বাস চালক মেহেরপুরে পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় চাঁদাবাজি মামলায় মুজিবনগরে ছাত্রলীগ নেতাসহ পাঁচ জন গ্রেফতার দুই দিনে ১৭ রোগী শনাক্ত গাংনীতে ডেঙ্গু আতঙ্ক গাংনীতে শিক্ষকদের দ্বন্দ্বে ক্লাস বর্জন, শিক্ষার্থীদের বিক্ষোভ ও প্রতিবাদ শেখ মুজিব ও তার কন্যা হাসিনা মানেই দুঃশাসন: জাভেদ মাসুদ মিল্টন গাংনীতে পঞ্চাশোর্ধ নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের গাংনীতে আগ্নেয়াস্ত্র ফাঁসাতে গিয়ে নিজেই র‌্যাবের গ্যাড়াকলে গাংনীতে আন্তর্জাতিক অহিংস দিবস পালন মেহেরপুরে ভ‍্যান চালকের মৃত্যু নিয়ে ধুম্রজাল

কুষ্টিয়ায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিক্ষোভ সমাবেশ

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
কুষ্টিয়ায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিক্ষোভ সমাবেশ
কুষ্টিয়ায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিক্ষোভ সমাবেশ

মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ও আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশের আলোকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত সমস্যার সমাধান না হওয়া এবং বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ২০২০ ও ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা ২০০সংশোধনপূর্বক গেজেট প্রকাশে উদ্দেশ্যমূলক কালক্ষেপণের প্রতিবাদে আন্দোলনের কর্মসূচি ঘোষণার লক্ষ্যে সংগ্রাম পরিষদের কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব প্রকৌশলী সাইদুল ইসলাম সাঈদ এর পরিচালনায় কুষ্টিয়ায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ।
বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল ১১ টায় কুষ্টিয়া পলিটেকনিক্যাল কলেজ চত্বরে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স কুষ্টিয়া শাখা এই বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করে। বিক্ষোভ সমাবেশ ও মিছিলে লিখিত বক্তব্যে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেশাজীবী ছাত্র শিক্ষকেরদের ৪ দফা দাবি তুলে ধরেন তারা। এ সময় বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ও আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশের আলোকে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত সমস্যার সমাধান না হওয়া এবং বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ২০২০ ও ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা ২০০সংশোধনপূর্বক গেজেট প্রকাশে উদ্দেশ্যমূলক কালক্ষেপণের প্রতিবাদে আন্দোলনের করেন বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী কুষ্টিয়া জেলা শাখার সংগ্রাম পরিষদ।
এ সময় বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০১২, ২০১৪, ২০১৬, ২০১৮, ২০২০ ও সর্বশেষ ২০২২ সালে অনুষ্ঠিত আইডিইবি’র জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশের আলোকে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ২০২০ এবং ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা ২০০৮ এর জনস্বার্থবিরোধী ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকারহরণসহ আপত্তিকর বিভিন্ন ধারা উপধারা সংশোধনপূর্বক গেজেট প্রকাশ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রাথমিক নিযুক্তিতে অন্যান্য কারিগরি পেশাজীবীদের ন্যায় একটি স্পেশাল ইনক্রিমেন্ট প্রদান, ডিজাইন ও প্ল্যানিং এ কর্মরত উপ-সহকারী প্রকৌশলীদের সহকারী প্রকৌশলীদের ন্যায় ৩টি বিশেষ ইনক্রিমেন্ট ব্যক্তিগত ভাতা হিসেবে প্রদান, সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত সংস্থা ও সরকারি মালিকানাধীন কোম্পানিসমূহে উপ-সহকারী প্রকৌশলী/সমমানের পদ থেকে সহকারী প্রকৌশলী/ সমমানের পদে পদোন্নতির কোটা ৫০% এ উন্নীতকরণ ও সর্বোচ্চ পদ পর্যন্ত পদোন্নতির সুযোগ অবারিত করা, বিভিন্ন সংস্থা ও বিদ্যুৎ কোম্পানিতে ইঞ্জিনিয়ারিং টীম কনসেপ্ট অনুসারে সংস্থার জন্য কল্যাণকর সমন্বিত অর্গানোগ্রাম প্রণয়ন এবং পলিটেকনিক ইনস্টিটিউট সহ কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, মাধ্যমিক স্তরে এসএসসি ভোকেশনাল শিক্ষা, বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়াধীন টিটিসিতে বিদ্যমান ছাত্র শিক্ষকদের সমস্যাদি সমাধানে সদয় প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
তাঁর সদয় প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহে একাধিক তাগাদাপত্র দেয়া হয়। এছাড়া, আইডিইবি’র বিভিন্ন অনুষ্ঠানে সরকারের মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, বাংলাদেশ আওয়ামী লীগসহ ১৪ দলভুক্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ও আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশের আলোকে আমাদের ন্যায্য পেশাগত সমস্যাদি সমাধান হবে মর্মে ধৈর্য্য ধারণের পরামর্শ দিয়েছিলেন। আমরা সরকার প্রধানের প্রতি শ্রদ্ধা ও আস্থা রেখে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে অপেক্ষা করছি এবং বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের ব্যানারে এদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষকগণ দেশব্যাপী নিয়মতান্ত্রিক আন্দোলনের কর্মসূচি পালনের মাধ্যমে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারের দৃষ্টি আকর্ষণ করার প্রয়াস অব্যাহত রেখেছে। ইনস্টিটিউশন অব বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) কুষ্টিয়ার জেলা শাখা ও কুষ্টিয়া জেলা নির্বাহী কমিটির সাবেক সভাপতি প্রকৌশলী জামাত আলীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ইনস্টিটিউশন অব বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) কুষ্টিয়ার জেলা শাখা ও কুষ্টিয়া জেলা নির্বাহী কমিটির সহ-সভাপতি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী বাদশা মামুনুর রশিদ (মামুন), আইডিইবি (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক প্রকৌশলী জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আব্দুল হামিদ নান্নু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category