• বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম:
স্বতন্ত্র প্রার্থী মানেই ডামি-যাদের নলও নাই গুলিও নাই: ফরহাদ হোসেন চুয়াডাঙ্গায় জাকের পার্টির আব্দুল লতিফ খানের মনোনয়নপত্র জমা কুষ্টিয়ায় স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফের শোডাউন গাংনীতে অবরোধের পক্ষে জাসাসের বিক্ষোভ মিছিল মেহেপুর-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী ডাঃ সাগরকে বরণ কুষ্টিয়ায় নৌকার বিপক্ষে লড়বেন সাবেক দুই এমপি ও হানিফের আসনে মেয়র পুত্র তনু সারাদেশে নির্বাচনের উৎসবমুখর আমেজ তৈরী হয়েছে: হানিফ এমপি হতে পদত্যাগ করলেন মিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান চুয়াডাঙ্গার সীমান্তে ১৬ কেজি স্বর্ণসহ পাচারকারী আটক মেহেরপুরের দুটি আসনে আওয়ামী লীগসহ ১৬ জনের মনোনয়ন সংগ্রহ

একজন প্রাইমারী শিক্ষক যে কত দামী সেটা সকলে মাপতে পারে না-জনপ্রশাসন প্রতিমন্ত্রী

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
একজন প্রাইমারী শিক্ষক যে কত দামী সেটা সকলে মাপতে পারে না-জনপ্রশাসন প্রতিমন্ত্রী
একজন প্রাইমারী শিক্ষক যে কত দামী সেটা সকলে মাপতে পারে না-জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেছেন, একজন প্রাইমারী শিক্ষক যে কত দামী সেটা কিন্তু সকলে মাপতে পারবে না। এটি মাপার জন্য সেরকম আলোকিত, সুশিক্ষিত, যোগ্যতাসম্পন্ন মানুষের প্রয়োজন। যারা একজন শিক্ষককে মাপতে পারবে।

তিনি আরও বলেন, একসময় প্রাথমিক শিক্ষকদের ৫’শ টাকা বেতন ছিলো। কি করুণ একটা অবস্থা ছিলো শিক্ষকদের। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এত শিক্ষকদেরকে এক সাথে সরকারিকরণ করেছেন। যা বঙ্গবন্ধু করেছে আর মাননীয় প্রধানমন্ত্রী করেছেন আর কেউ এই শিক্ষকদের সরকারিকরণ ও তাদের সুযোগ সুবিধার কথা চিন্তা করেনি।

শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের করণীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, প্রাথমিক শিক্ষার মাধ্যমেই শিশুদের মেধা ও মননশীলতার বিকাশ ঘটে। তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ভূমিকা সবার আগে। দেশের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে সরকার সবোর্চ্চ গুরুত্বারোপ করেছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণ করেছেন। পহেলা জানুয়ারি সারাদেশে বই বিতরণে ঐতিহাসিক সাফল্য সারাবিশ্বকে হতবাক করে দিয়েছে।

মেহেরপুর অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শামীম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মেহেরপুর জেলা পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক (আইটিসি) মোঃ কাদের মিয়া, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ কোমর উদ্দিন, ভবানীপুর সরকার প্রাথমিক বিদ্যালয় শিক্ষক তানজিদুর রহমান, মুজিবনগর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ গোলাম ফারুক, শালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নুরুল ইসলাম।

এসময় জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সেখানে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category