রাশিয়ার একটি আদালত ইউক্রেনে রুশ সামরিক অভিযান নিয়ে মনগড়া খবর প্রকাশের অভিযোগে গুগলকে ৩৭৩ মিলিয়ন ডলার বা ২১১ কোটি রুবল জরিমানা করেছে ।
বারবার শতর্ক করার পরও গুগল ইউক্রেন অভিযান নিয়ে মিথ্যা খবর প্রকাশ করে আসছিল গুগল দাবি মস্কোর।
আপত্তিকর এসব লেখা সরিয়ে না নেওয়ায় গত সোমবার রাশিয়ার ওই আদালত গুগলকে ওই জরিমানা করেন।
গুগলের ভিডিও প্লাটফর্ম ইউটিউবকে এসব ‘মিথ্যা’ খবর সরিয়ে নিতে সময় বেঁধে দিয়েছিল।
নির্ধারিত সময়ের মধ্যে এসব নিউজ কন্টেন্ট মুছে না ফেলায় সোমবার রাশিয়ার আদালত গুগলের বিরুদ্ধে ওই আইনি পদক্ষেপ নেন।