গাংনীর মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে। অচিরেই নির্মান কাজের টেন্ডার হবে। বর্তমান সবজি, মাছ ও মাংসের বাজারের স্থানে এ মার্কেট নির্মিত হবে।
পৌরসভাকে দৃষ্টিনন্দন ও নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলতে এ মার্কেট অত্যান্ত গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে জানালেন গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী।
সাত তলা এই পৌর সুপার মার্কেটে থাকবে শপিংমল, রেস্ট হাউজ, কমিউনিটি সেন্টার ও অফিসসহ নানা প্রতিষ্ঠান। যার মাধ্যমে হাজারো মানুষের নিজের প্রতিষ্ঠান ও কর্মসংস্থান হবে। আন্ডারগ্রাউন্ডে থাকবে গাড়ী পার্কিং করার জায়গা।
টেন্ডার কার্যক্রম চলমান। দ্রুততম সময়ের মধ্যে এ মার্কেট নির্মান কাজের টেন্ডার হবে বলে জানিয়েছেন গাংনী পৌর মেয়র।