অবরোধের পক্ষে গাংনী উপজেলা বিএনপির মিছিল
অবরোধের পক্ষে মেহেরপুরের গাংনীতে ঝটিকা মিছিল করেছে বিএনপি। রোববার (৬ নভেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে গাংনী-সাহারবাটি সড়কের নওপাড়া বাজার এলাকায় গাংনী উপজেলা বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ করা হয়।
বিক্ষোভ মিছিল থেকে বিএনপি ঘোষিত এক দফা দাবি আদায় ও সরকারের পদত্যাগের দাবিতে স্লোগান দেওয়া হয়।
গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলুর নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা কৃষক দলের আহবায়ক মাহবুবুর রহমান, যুবদল নেতা মনিরুজ্জামান মনিসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।