মেহেরপুর মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের মাঠে রাস্তার পাশে থাকা দুইটি মাটি কাটা গাড়ি (স্কেভেটর) পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দিনগত রাতের কোন এক সময় গাড়ি দুইটিতে শত্রুতা করে আগুন লাগিয়ে দেয়। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা গাড়ি দু’টিতে আগুন দেওয়ার ঘটনা জানতে পেরে গাড়ির মালিকে জনান।
গাড়ি দুটির যৌথ মালিক মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের গোপালপুর গ্রামের মুকুল মিয়া ও পাশর্^বর্তী খোকসা গ্রামের রাশিদুল ইসলাম।
খবর পেয়ে গাড়ি দুইটির মালিক ঘটনাস্থলে গিয়ে আগুনে পুড়ে যাওয়া গাড়ি দেখে কান্নায় ভেঙ্গে পড়েন তারা।
মুকুল মিয়া ও রাশিদুল ইসলাম জানান, এতে বর্তমান বাজার দরে তাদের প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। তবে কি কারনে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানতে পারেন নি তারা। এ ব্যাপারে মুজিবনগর থানায় জিডি করার প্রস্তুতি চলছে।
এ বিষয়ে মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, ঘটনাটা শুনেছি অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।