• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৯:৫৯ পূর্বাহ্ন

সরকারী কর্মচারীদের নিয়ে হাইকোর্টের রায়ের কপি হাতে পাওয়ার পর সিদ্ধান্ত, প্রয়োজনে আপিল: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

বির্বতন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২

সরকারী কর্মচারীদের নিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ের কপি হাতে পাওয়ার পর পর্যবেক্ষণ করা হবে। প্রয়োজনে আপিল করা হবে। আজ রাতে মেহেরপুর শহরের নিজ বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথাটি বলেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। সন্ধ্যায় তিনি ঢাকা থেকে মেহেরপুরে এসে পৌঁছান।
তিনি আরো বলেন, সরকারী কর্মচারীদের অহেতুক হয়রানি করা যাবেনা আইনটি অনেক পুরোনো। এ আইনটি বিচারক, ম্যাজিস্ট্রেট সরকারী কর্মচারীদের জন্য আগে থেকেই রয়েছে। বংলাদেশে ভারতসহ অন্যান্য দেশেও কাছাকাছি একই রকম আইন আছে। সরকারী কর্মকর্তা কর্মচারীর কোন দূর্ণীত থাকলে এ আইনের সাথে সম্পৃক্ত নয়। এ ধারাটি যে বাতিলের রায় হয়েছে সে রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পাওয়ার পর বিচার বিশ্লষেণ করে দেখা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category