• সোমবার, ২০ মে ২০২৪, ০৪:৫১ পূর্বাহ্ন

মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলীকে বহিস্কার

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ৪ মে, ২০২৪
মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলীকে বহিস্কার
মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলীকে বহিস্কার

দলীয় সিদ্ধান্ত অমান্য করে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের প্রার্থী হওয়ায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলীকে ভুট্টোকে বহিস্কার করেছে বিএনপি।

শনিবার (৪ মে) দুপুরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলফিকার আলীকে প্রাথমিক সদস্যপদসহ বিএনপির সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন বলেন, বিএনপির সংগঠনিক সিদ্ধান্ত অমান্য করে কোন নেতা কর্মী যদি এই অবৈধ সরকারের পাতানো কোন নির্বাচনে অংশ নেই তাকেই বহিস্কার করা হবে এমন সিদ্ধান্ত অনেক আগেই নেওয়া হয়েছে। সারা দেশেই বিএনপি নেতাদের কঠোরভাবে হুশিয়ারি করা হয়েছে। এই সরকারের অধিনে কোন নির্বাচন অংশ নেবে না বিএনপি।

জুলফিকার আলী ভুট্টো বলেন, বহিস্কার হবো এসব মাথায় নিয়েই নির্বাচনে অংশ নিয়েছি। যদি আবারো পাতানো নির্বাচন হয় তবে দেশ বাসীর কাছে পুনরায় প্রমাণ হবে যে এই সরকারের অধিনে সুষ্ঠ নির্বাচন হতে পারে না। নির্বাচনে অংশ যখন নিয়েছি তখন শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকবো।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category