• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৭:০৪ অপরাহ্ন

মেহেরপুরে স্বাধীনতা দিবস উপলক্ষে ক্ষুদে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
মেহেরপুরে স্বাধীনতা দিবস উপলক্ষে ক্ষুদে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত
মেহেরপুরে স্বাধীনতা দিবস উপলক্ষে ক্ষুদে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্বাধীনতা দিবস উপলক্ষে মেহেরপুর পৌর এলাকার টিএনটিপাড়ায় দারুল আতফাল এ্যারাবিক মাদ্রাসায় ভলেন্টিয়ার ফর বাংলাদেশের উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বুধবার (২৭ মার্চ) সকালে ভলেন্টিয়ার ফর বাংলাদেশ এর মেহেরপুর জেলার সভাপতি তানজিমুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাহমুদ আলমগীর।

প্রতিযোগিতা শুরুতে সংস্থার সভাপতি বলেন, শিশুদের চোখে আগামীর স্বপ্ন। ওরা হতে চায় আগামী দিনের দেশ গড়ার কারিগর। হয়তো এদের মধ্য থেকে বেরিয়ে আসবে বিশ্ব বরেণ্য কোন চিত্রশিল্পী।
যাদের রং তুলির আঁচড়ে মেহেরপুরসহ বাংলাদেশকে বিশ্বের দরবারে আরো বেশি পরিচিত করে তুলবে। তাদের চোখে বিশ্ব জয়ের স্বপ্ন, সেই স্বপ্নকে বুকে নিয়ে ক্ষুদে চিত্রশিল্পীরা চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ নেয়। শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সংগঠনটির সহ সভাপতি আশিক রাব্বি, মনবসম্পাদ কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ, অর্থ বিষয়ক সম্পাদক আনাস আহমেদ সহ সাজিদুল, ইসরাক, ফয়সাল, রানি, রুবাইয়া, টুম্পা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category