• বুধবার, ১৫ মে ২০২৪, ১০:৪৩ পূর্বাহ্ন

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে যাচ্ছে রোববার

বিবর্তন ডেস্ক
Update : শনিবার, ২৪ জুন, ২০২৩
পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে যাচ্ছে রোববার
পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে যাচ্ছে রোববার

আবারও পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ বিদ্যুৎ উৎপাদনের সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। সবকিছু ঠিকঠাক থাকলে রোববার (২৫ জুন) থেকে এ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে।

শুক্রবার (২৩ জুন) ইন্দোনেশিয়া থে‌কে ৪১ হাজার ২০৭ মেট্রিকটন কয়লা নিয়ে আসা ‘এম‌ভি অ্যাথেনা’ নামের জাহাজটি মধ্য রাতে পায়রা তাপ‌বিদ্যুৎ কেন্দ্রের জে‌টি‌তে ভি‌ড়ে‌ছে। আজ সকাল থে‌কে চলছে কয়লা খালাস কার্যক্রম।

পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী রেজওয়ান ইকবাল খান বলেন, বৃহস্পতিবার মধ্যরাতে কয়লা বহনকারী জাহাজটি পায়রা বন্দরের আন্তঃনোঙ্গরে আসার পর থেকেই লাইটারের মাধ্যমে কয়লা খালাস শুরু হয়। শুক্রবার মধ্যরাতে জাহাজটি আমাদের জেটিতে ভিড়েছে। কয়লা খালাস চলছে। উৎপাদন কার্যক্রম শুরুর পর জাতীয় গ্রিডে বিদ্যুৎ যোগ হলে লোডশেডিংয়ের তীব্রতা অনেকটা কমে আসবে।

উল্লেখ্য, কয়লা সংকটের কারণে গত ২০ দিন ধরে পূর্ণাঙ্গভাবে উৎপাদন বন্ধ থাকার পর ফের চালু হতে চলেছে বিদ্যুৎ কেন্দ্রটি। আপাতত একটি ইউনিট দিয়ে উৎপাদন শুরু করলেও অব্যাহতভাবে কয়লা আমদানি করে অল্প সময়ের মধ্যে সম্পূর্ণ উৎপাদনে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category