• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ১১:২২ অপরাহ্ন

নতুন বছরে সংসদের ২১তম অধিবেশন শুরু আজ

বিবর্তন বাংলা ডেস্ক
Update : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
অধিবেশন শুরু আজ
নতুন বছরে সংসদের ২১তম অধিবেশন শুরু আজ

নতুন বছরে একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশন বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকেল ৪টায় শুরু হচ্ছে। এতে সভাপতিত্ব করবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এদিন বিকাল ৩টায় স্পিকারের সভাপতিত্বে জাতীয় সংসদের কার্যোপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতাসহ কমিটির সদস্যরা।

এই সভায় অধিবেশনের কার্যদিবস এবং সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন দেওয়া হবে।

সরকারি দল আওয়ামী লীগ নেত্রী সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে শূন্য হওয়া সংসদ উপনেতা মনোনয়ন দেওয়া হবে এই অধিবেশনে। এ ছাড়া খ্রিষ্টীয় নতুন বছরের প্রথম অধিবেশনের প্রথম দিনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফার ক্ষমতাবলে অধিবেশন আহ্বান করেছেন তিনি।

এর আগে সংসদের ২০তম অধিবেশন সমাপ্ত হয়েছিল গত ৬ নভেম্বর। ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন আহ্বানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category