• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৩:২৩ অপরাহ্ন

গাংনীতে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
গাংনীতে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত
গাংনীতে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

গাংনীতে উপজেলা আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক, বিশিষ্ট কথা সাহিত্যিক রফিকুর রশিদ রিজভী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুপ্রভা রানী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মনোজিৎ কুমার নন্দী। গাংনী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ খোরশেদ আলী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল ইসলাম, মটমুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহেল আহমেদ, কাথুলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান রানা, তেতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস, বামুন্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওবাইদুর রহমান কমল, ধানখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, রাইপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু ও সাহারবাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান, বাজার কমিটির সভাপতি সালাউদ্দিন শাওনসহ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট প্রকাশ করা হয় এবং ভবিষ্যতে আরও ভাল করার জন্য অনুরোধ করা হয়। বাল্য বিবাহ, ইভটিজিং কে জিরো টলারেন্স হিসেবে গ্রহণ করা হবে বলে জানানো হয়। সাহারবাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান তার নিজ পুকুরে মাছ চুরির বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে অনুরোধ করেন। মাদকদ্রব্য যারা গ্রহণ করে তাদের সনাক্ত করার জন্য সভায় অনুরোধ করা হয়। ঈদ উপলক্ষে উঠতি বয়সী ছেলেরা যাতে বেপরোয়া মোটরসাইকেল চালাতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে সভায় জানানো হয়। ঈদ উপলক্ষে বিভিন্ন গাড়িতে ডিজে পাটির নামে যাতে কেউ সড়কে না আসে এবং আসলে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়া হবে। মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন বাজারে কাপড়ের অস্বাভাবিক মুল্য চাওয়া এবং অনেক কম দামে দ্রব্য বিক্রি করা নিয়ে এক প্রশ্নের জবাবে নির্বাহী অফিসার জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। কমিটির প্রধান উপদেষ্টা উপজেলা চেয়ারম্যান এম এ খালেক বলেন, বাজারে বিভিন্ন উন্নয়ন কাজের জন্য বাজারে রাস্তাঘাট খুব খারাপ অবস্থায় আছে সেটা সংশ্লিষ্ট সকলকে গুরুত্ব সহকারে দেখতে হবে ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। তিনি উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির ভাল বলে উল্লেখ করেন। কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা জানান, সভায় যে সকল সমস্যার কথা এসেছে সেদিকে সকলের সহযোগিতা নিয়ে কাজ করা হবে বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category