• শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০১:৪৩ অপরাহ্ন

স্বতন্ত্র প্রার্থী মানেই ডামি-যাদের নলও নাই গুলিও নাই: ফরহাদ হোসেন

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
স্বতন্ত্র প্রার্থী মানেই ডামি যাদের নলও নাই গুলিও নাই: ফরহাদ হোসেন
স্বতন্ত্র প্রার্থী মানেই ডামি যাদের নলও নাই গুলিও নাই: ফরহাদ হোসেন

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ফরহাদ হোসেন বলেছেন, স্বতন্ত্র প্রার্থী মানেই আওয়ামী লীগের ডামি ক্যান্ডিডেট, যাদের নলও নাই, গুলিও নাই। সেটি ফুটবেও না, কারো ক্ষতিও করবেনা। একটি অংশ গ্রহণ মূলক নির্বাচনের জন্যই তাদের দলের পক্ষ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রাখা হয়েছে। যাতে বিনা প্রতিদ্বন্দ্বীতায় কেউ বিজয়ী না হয়। প্রতিদ্বন্দ্বীতার মধ্য দিয়ে একটি অংশ গ্রহণমূলক নির্বাচন যাতে দেশে অনুষ্ঠিত হয়। এতে দেশে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার (২৯ নভেম্বর) দুপুরে মেহেরপুরের মুজিবনগর স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথাগুলো বলেছেন।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশে প্রচুর উন্নয়ন হয়েছে। আগামীতে আমাদের মেহেরপুর জেলা নিয়ে অনেক পরিকল্পনা আছে। সেটি ইশতেহারের মাধ্যমে সাংবাদিকদের জানানো হবে। এ সময় সেখানে আওয়ামী লীগের নেতা-কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category