• মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৯ অপরাহ্ন

সৌদিতে সড়ক দুর্ঘটনায় গাংনীর আবুল কালাম নিহত

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ১৩ আগস্ট, ২০২২

মেহেরপুরের গাংনীর আবুল কালাম আজাদ (৪০) নামের এক সৌদি প্রবাসী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

শুক্রবার (১২ আগষ্ট) সৌদি আরবের তাবুক শহরে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

নিহত আবুল কালাম গাংনী উপজেলার বেতবাড়ীয়া গ্রামের আলেক হোসেনের ছেলে।

আবুল কালামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য সাইদুর রহমান।

আবুল কালাম আজাদের খালাত ভাই আরিফ হোসেন বলেন, আবুল কালাম আজাদ গত শুক্রবার ছুটির দিনে জুম্মার নামাজের জন্য মসজিদে যাচ্ছিলেন এসময় রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতির একটি প্রাইভেটকার পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আবুল কালামের মৃত্যুর বিষয়টি আজ শনিবার(১৩ আগষ্ট) তার সহকর্মীরা মোবাইল ফোনের মাধ্যমে আমাদের জানান।

তিনি আরও জানান,আবুল কালাম পাঁচ বছর পর একবার ছুটিতে দেশে আসেন।

দুই মাস ছুটি কাটিয়ে এক বছর হলো আবারও সৌদি আরবে চলে যান।

সৌদি আরবে যাবার কয়েকমাস পর তার স্ত্রী পরকীয়া পেমিকের সাথে বিয়ে করেন।

আবুল কালাম আজাদ একসাপ্তাহ আগে পুনরাই উপজেলার সহড়াতলা গ্রামের আকবার হোসেনের মেয়ের সাথে মোবাইলের ফোনের মাধ্যমে বিবাহ করেন।

ইচ্ছে ছিল বিদেশে থেকে বাড়িতে এসে নববধুকে নিয়ে সংসার করবেন। কিন্তু সেই আকাংখা পুরন না হতেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি।

আবুল কালাম আজাদের মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম। সৌদি আরবের পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

দ্রুত মরদেহ পেতে দুই দেশের দূতাবাসের সহযোগিতা কামনা করেছেন নিহত আবুল কালাম আজাদের শোকার্ত পরিবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category