• মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩১ অপরাহ্ন

সরকারী নির্দেশনা থাকলেও সরকারী অফিসে বিদ্যুৎ অপচয়

 বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২

প্রধানমন্ত্রী সকলকে বিদ্যুৎসহ সব কিছুতেই মিতব্যায়ী হওয়ার আহবান জানিয়েছে। কিন্তু মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের চিত্র দেখা গেছে ভিন্ন।

মঙ্গলবার (১৯জুলাই) রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নির্দেশনা দেন।

রেশনিং পদ্ধতিতে এলাকাভিত্তিক লোডশেডিংয়ের প্রথম দিনেই মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের এমন চিত্র জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

ওয়েষ্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানীর (পিডিপি) আওতায় থাকার ফলে লোডশেডিং সহনীয় অবস্থায় থাকলেও গ্রামাঞ্চলে এর বিপরিত। পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকরা পাচ্ছে না বিদ্যুতের দেখা। ২৪ ঘন্টায় ১২ ঘন্টার অধিক সময় লোডশেডিং।

জানাগেছে, মেহেরপুর পৌর শহরে পিডিপির আওতায় গ্রাহক সংখ্যা ১৮ হাজার ৩৮৫ জন। বর্তমান সরকারের উন্নয়নের অংশ হিসেবে মেহেরপুরবাসী অনেকটাই নিরবিচ্ছিন্ন পেয়ে আসছিলো। কিন্তু সারাদেশের মতোই হঠাৎ বিদ্যুৎ সংকটে পড়ে।

সরকারী নির্দেশনা পেয়ে গ্রামাঞ্চলের মানুষ কিছুটা স্বস্তি পেলেও বিদ্যুৎ অপচয় বন্ধ হয়নি সরকারী অফিস ও অফিসারদের বাসভবনে।

এ বিষয়ে মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান বলেন, বিষয়টি অবগত করেছেন এ জন্য ধন্যবাদ পরবর্তীতে বিদ্যুৎ অপচয়ের বিষয়ে আমরা আরও সতর্ক হব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category