সরকারি কর্মচারীদের বিরুদ্ধে করা যেকোনো ফৌজদারি মামলায় চার্জশিট দাখিল ও গ্রেফতারের জন্য পূর্বানুমতির বিধান বাতিল করেছেন হাইকোর্ট। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার (২৫ আগস্ট) এ রায় দেন। তিন বছর আগে কার্যকর হওয়া সরকারি চাকরি আইনের ৪১ (১) ধারার বৈধতা প্রশ্নে জারি করা রুলের উপর শুনানি শেষ হয় গতকাল বুধবার।
রায়ে বলা হয়েছে, সরকারি কর্মচারীদের গ্রেফতারে পূর্বানুমতির বিধান বেআইনি, সংবিধান পরিপন্থি ও মৌলিক অধিকার পরিপন্থি। আদালত মনে করেন, এমন বিধান বৈষম্যমূলক; একটি বিশেষগোষ্ঠীকে সুবিধা দিতে এই বিধানটি করা হয়েছে
উল্লেখ্য ২০২১ সালের ২৬ সেপ্টেম্বর সরকারি কর্মচারীদের গ্রেফতারে সরকারের পূর্বানুমতি নেওয়ার বিধান কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট। রুলের ওপর শুনানি নিয়ে আজ বৃহস্পতিবার রায় ঘোষণা করে উচ্চ আদালত।