মেহেরপুর জেলা পর্যটন উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোকাম্মেল হোসেন, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান (গ্রেড-১) মোঃ আলি কদর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ টুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) আবু তাহের মুহাম্মদ জাবের, মেহেরপুর পুলিশ সুপার মোঃ রাফিউল আলম।
এসময় উপস্থিত ছিলেন জেলার সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।