মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সাবেক সংসদ সদস্যসহ ৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন বলে জানান জেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও মেহেরপুর জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আবু আনছার।
তিনি জানান- মনোনয়নপত্র জমাদানের শেষ সময় পর্যন্ত মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট আব্দুস সালাম, মেহেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রশাসক সদর থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী গোলাম রসূল এবং মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন। এছাড়া সদস্য পদে ১৫ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।