সারা দেশের ন্যায় মেহেরপুরেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে মেহেরপুর জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
২০০৫ সালের ১৭ই আগস্ট সারাদেশে বিএনপি-জামাত জোট সরকারের সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে মেহেরপুর জেলা আওয়মী লীগ।
বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে মেহেরপুর জেলা আওয়মী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক এর নেতৃত্বে মেহেরপুর শহীদ শামসুজ্জোহা নগর উদ্যান থেকে বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস প্রমুখ।
মেহেরপুর শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আক্কাস আলীর সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহিন, আইন বিষয়ক সম্পাদক পি পি অ্যাড. পল্লব ভট্টাচার্য, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য শামীম আরা হিরা, পৌর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন বুলবুল, সাধারণ সম্পাদক খ ম ইমতিয়াজ বিন হারুন জুয়েল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক সরফরাজ হোসেন মৃদুল প্রমুখ।
এছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।