১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের লক্ষে মেহেরপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতন্নেছা মুজিবসহ সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃস্পতিবার দুপুরে গাংনী উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ইকরামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগর উপদেষ্টা মন্ডলীর সদস্য হাজী ইছার উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল হক, উপপ্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান হিরন, ধানখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের আহবায়ক আরিফুল ইসলাম সোবহান, গাংনী উপজেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ হাচিব, গাংনী উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ প্রমুখ। এসময় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোক র্যালী বের হয়ে গাংনী সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসায় গিয়ে শেষ হয়।