মেহেরপুরে জেনারেল হাসপাতালে চার দালালের প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
আজ রবিবার দুপুর এক টার দিকে মেহেরপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক হুমায়ন কবির এ দণ্ড দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মেহেরপুর ডিবি পুলিশের ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশ ও মেহেরপুর ট্রাফিক পুলিশের একটি দল মেহেরপুর জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে চার দালালকে আটক করে।
আটককৃতরা হলেন মেহেরপুর শহরের সামসুল ইসলামের ছেলে রাকিবুল (২৭), মজিবুর রহমানের ছেলে শামসুল (৪৫) রবিউল ইসলামের ছেলে উজ্জল হোসেন(২৩), বদরুল ইসলামের ছেলে জামাল (২৮)।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যেককে এক হাজার টাকা জরিমানা করা হয়।