মেহেরপুর জেলা মাদক বিরোধী টাস্কফোর্সের অভিযানে ৩৫ বোতল ফেনসিডিল সহ খোরশেদ আলম ও মরিয়ম আক্তার নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। মঙ্গলবার সকালের দিকে মেহেরপুর শহরের মল্লিক পাড়া এলাকার একটি ভাড়া বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটক খোরশেদ আলম টপি মেহেরপুর পুরাতন মাঠপাড়ার ফকির মহম্মদের ছেলে এবং মরিয়ম আক্তার দিঘীরপাড়ার নাসির উদ্দিনের মেয়ে ও খোরশেদ আলমের স্ত্রী।
জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবির হোসেনের নেতৃত্বে টাস্কফোর্সের একটি দল শহরের মল্লিকপাড়ায় খোরশেদ আলমের ভাড়া বাড়িতে অভিযান চালান। এ সময় বাড়ি থেকে ৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এবং খোরশেদ আলম ও মরিয়াম থেকে আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
অভিযানে অন্যদের মধ্যে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান, বাংলাদেশ সেনাবাহিনী ২৭ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের সিনিয়র ওয়ারেন্ট অফিসের জামাল হোসেন, এস আই রাশেদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।