মেহেরপুরে ৩ গ্রাম হেরোইনসহ এনামুল কসাইকে নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। এনামুল কসাই বাসস্ট্যান্ডপাড়া এলাকার জুড়ন কসাইয়ের ছেলে।
শনিবার (১৬ জুলাই) ভোররাতের দিকে সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সুমন সঙ্গীয় ফোর্সসহ তার বাড়িতে অভিযান চালিয়ে এনামুল কসাইকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ৩ গ্রাম হেরোইন জব্দ করে।
এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় একটি মামলা হয়েছে। যার মামলা নং ২৩। তারিখ ১৬/০৭/২০২২ ইং।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দীন আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন। আগামীকাল রবিবার তাকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হবে।