স্কুল পর্যায়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে মেহেরপুরে শুরু হয়েছে দুই দিনব্যাপী দাবা প্রতিযোগীতা। জেলা শিল্পকলা একাডেমীতে এ প্রতিযোগীতার আয়োজন করে জেলা পুলিশ বিভাগ। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১২ টি দল অংশ নেয়। প্রতিটি দলে ৬ জন করে শিক্ষার্থী অংশ নিচ্ছে। আগামীকাল এ প্রতিযোগীতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের মেধার বিকাশে এ দাবা প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীরাও গুরত্বের সাথে প্রতিযোগীতায় অংশ নিচ্ছে। আগামীতে বৃহৎ পরিসরে এ প্রতিযোগীতার আয়োজন করার ইচ্ছে আছে বলে জানান তিনি।