• শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০১:৩৮ অপরাহ্ন

মেহেরপুরে সাংবাদিকদের সাথে ওয়ারেন্টশন সভা

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
মেহেরপুরে সাংবাদিকদের সাথে ওয়ারেন্টশন সভা
মেহেরপুরে সাংবাদিকদের সাথে ওয়ারেন্টশন সভা

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইন উপলক্ষে মেহেরপুরে সাংবাদিকদের সাথে ওয়ারেন্টশন সভা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। আজ বুধবার দুপুরে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সিভিল সার্জন ডাঃ মহী উদ্দিন আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ববধায়ক ডাঃ জমির মোঃ হাসিবুস সাত্তার, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অলোক কুমার দাস।
সভা থেকে সীদ্ধান্ত নেওয়া হয় আগামী ১২ ডিসেম্বর জেলার ৯শ ৫৩ টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ৮ হাজার ২শ ৪৭ জন শিশুকে একটি করে নিল রঙের আর ৬৮ হাজার ৬শ ৫৭ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
এ সময় সিভিল সার্জন বলেন, কেউ যাতে একটির বেশি ভিটামিন এ ক্যাপসুল না খায় সেদিকে খেয়াল রাখতে হবে। আর অভিভাবকরা যাতে তাদের শিশুদের কেন্দ্রে গিয়ে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ায় এ জন্য প্রচার প্রচারণা বাড়াতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category