মেহেরপুরে সপ্তাহব্যাপী বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের চত্বর হতে একটি র্যালি বের করা হয়। র্যালিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক শামীম হাসান।
এসময় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার এস এম নাজমুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক তানভীর রুমান, জেলা নির্বাচন কর্মকর্তা ওয়ালিউল্লাহ, জেলা বন কর্মকর্তা এসটি হামিম হায়দার।
র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। রালি শেষে বিভিন্ন স্টলগুলো ঘুরে দেখেন অতিথিবৃন্দ। এ সময় ফলজ, বনজ, শোভাবর্ধক ও ঔষধি গাছের গুনাগুন সম্পর্কে জানানো হয়।
বৃক্ষ মেলাতে নতুন নতুন জাতের বিভিন্ন গাছের সমারোহ ঘটায় খুশি আগত দর্শকরা। এবার মেলার আকর্ষণ হিসেবে বিদেশি ফল গাছের মধ্যে থাকছে রাম্বুটান, পার্সিমন, মালয়েশিয়ান জাবিতাকা, আভোকাডো, আঙ্গুর এবং উচ্চ ফলনশীল নতুন নতুন জাতের নানা গাছ। স্টলগুলো পরিদর্শন শেষে সকলকে গাছ লাগানোর আহবান জানায় জেলা প্রশাসন ও বনবিভাগ।
আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সকাল ৮টা থেকে রাত ১০টা অব্দি চলবে বৃক্ষ মেলা। মেলাতে জেলার ৩ উপজেলা থেকে ১৭টি স্টলে বিভিন্ন নার্সারি অংশগ্রহণ করেছে। গাছ কিনতে ও দেখতে মেলাতে ভিড় জমাচ্ছেন নানা শ্রেণী পেশার মানুষ। এছাড়াও বিভিন্ন পতিত জমিতে বৃক্ষরোপণ অভিযানের পরিকল্পনা করেছে জেলা বন বিভাগ।