কদিন আগে বাড়িতে বেড়াতে এসেছিলেন আয়ুব হোসেন ওরফে রুবেল।
কথা ছিল ছেলে ও নববধুকে নিয়ে বেড়াতে আসবেন।
কিন্তু সে কথা রাখতে পারলেন না রুবেল। রুবেল আসছে তবে লাশ হয়ে।
ঢাকার উত্তরায় গার্ডার চাপায় নিহত হন রুবেল হোসেন।
গতকাল সোমবার ছেলে হৃদয় আলীর বৌভাত শেষে গাড়ি করে ছেলে ও ছেলের বৌকে পৌঁছে দেয়ার পথে গার্ডার চাপা পড়ে। এসময় বর-বধু প্রাণে বেঁচে গেছে।
রুবেলের গ্রামের বাড়ি মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে গিয়ে দেখা গেছে শোকের মাতম।
অনেকেই রুবেলকে নিয়ে করছেন আলোচনা। কেউ বা রুবেলের স্মৃতি রোমন্থন করছেন। সকলেই রুবেলের লাশের অপেক্ষায় রয়েছেন।
নিহতের স্বজনরা জানান, ২২ বছর আগে গার্মেন্টেসে চাকুররি জন্য গ্রাম থেকে ঢাকায় চলে যান রুবেল হোসেন।
সেখানে দীর্ঘদিন চাকুরির পর বিভিন্ন ধরনের ব্যবসা শুরু করেন। গেল ১০/১২ দিন আগেও তিনি গ্রামে এসেছিলেন।
কথা ছিল ছেলের বিয়ের পর আনুষ্ঠানিকতা শেষে গ্রামের বাড়িতে বেড়াতে আসবেন। কিন্তু সেটা হলো না।
এমন দূর্ঘটনায় ক্ষোভ বিরাজ করছে নিহতদের স্বজনসহ এলাকাবাসি। তাদের দাবি ঠিকাদারি প্রতিষ্ঠান ও কর্মরত শ্রমিকদের অবহেলার কারণে এমন দূর্ঘটনা।
আর তাদের ভূলের মাসুলে ঝরে গেল বেশ কয়েকটি তাজা প্রাণ। এর দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান তারা।