• রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৩:০০ পূর্বাহ্ন

মেহেরপুরে যেন থামছেই না ফসলের সাথে শত্রুতা 

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
ফসলের সাথে শত্রুতা 
ফসলের সাথে শত্রুতা 

মেহেরপুরে রাতের আঁধারে প্রায় ১৫ বিঘা জমির কলাগাছ কেটে সাবার করেছে দুর্বৃত্তরা। রবিবার দিবাগত রাতের মেহেরপুর শহরের শ্রীগাড়ি মাঠে কোনো এক সময় দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়।

এতে কৃষকদের প্রায় ৮-১০ লক্ষ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থ কৃষকরা ।

জানা গেছে মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল গ্রামের শুকুর আলীর ছেলে জসীম, নিজাম উদ্দিনের ছেলে আপজেল, জামাল হোসেনের ছেলে আবুল হাশেম, আব্দুস সামাদের ছেলে আনাস, তেতুলের ছেলে আব্দুর রাজ্জাক, ভেতুর ছেলে তুফান, জামাত আলী ছেলে আবুল কাশেম বিভিন্ন ব্যক্তির কাছ থেকে জমি লিজ নিয়ে শ্রীগাড়ির মাঠে কলার চাষ করেন।

সরেজমিন দেখা গেছে, কোন কলার কান্দি কাটার সময় হয়ে গেছে। কোনটা সবেমাত্র কাঁদি পড়েছে। রাতের আঁধারে দুর্বৃত্তরা ওই সমস্ত কলাগাছ ও কলা কেটে কুচি কুচি করে জমিতে ফেলে রেখে চলে যায়। সকালে জমির মালিকরা মাঠে কাজ করতে এসে কলার এ অবস্থা দেখে অনেকে কান্নায় ভেঙ্গে পড়ে।

খবর পেয়ে সকালে জেলা কৃষি কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা তসরুপ কৃত কলার জমি পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

One response to “মেহেরপুরে যেন থামছেই না ফসলের সাথে শত্রুতা ”

  1. আব্দুল ওয়াদুদ says:

    এটা কেমন শত্রুতা। ফসল চাষির একার সম্পদ নয়, দেশের সম্পদ।তাই এই অপরাধ টি অতি ভয়ংকর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category