মেহেরপুরে ভ্রাম্যমান আদালতে দুটি হোটেলকে জরিমানা করেছে।
এটি পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ বুধবার (১৭ আগস্ট) বেলা একটার দিকে শহরের কলেজ মোড়ে অবস্থিত ইয়ারুল হোটেল ও ইসলামীয়া হোটেলে এ অভিযান চালানো হয়।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ, জেলা কৃষি বিপনন কর্মকর্তা তারিকুল ইসলাম, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ।
অভিযানে হোটেলের পরিবেশ ঠিক না থাকায় ইয়ারূল হোটেলকে ১৫ হাজার ও ইসলামীয়া হোটেল এর নামে ২ হাজার টাকা জরিমানা করা হয়।