“বৈষম্য হ্রাসের অঙ্গীকার করি,সবার জন্য টেকসই নগর গড়ি”এই প্রতিপাদ্যে মেহেরপুরে বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে।
মেহেরপুর জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে সোমবার ( ৩ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান।
আলোচনা সভায় গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শম্ভুরাম পাল,জেলা তথ্য অফিস আব্দুল্লাহ আল মামুন,মেহেরপুর মহিলা কলেজ সাবেক অধ্যাপক নুরুল আহমেদ,পৌর সভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন প্রমুখ উপস্থিত ছিলেন।