“৮০০ কোটির পৃথিবী; সকলের সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যৎ গড়ি” এ প্রতিপাদ্যে মেহেরপুরে পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২১জুলাই) সকাল সাড়ে ৯ টার দিকে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তন চত্ত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।
শোভযাত্রায় নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হুদা। অংশগ্রহন করেন জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহিনুর রহমান, ডাঃ রফিকুল ইসলাম, ডাঃ রোমনা হেলালী জুসি, জেলার সরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।