রান্নার কাঠ সংগ্রহ করতে গিয়ে মেহেরপুর বারাদী বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রশিদা খাতুন (৫৫) নামের এক মহিলার মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ভোরের দিকে এ ঘটনা ঘটে। নিহত রশিদা খাতুন মেহেরপুর সদর উপজেলার মোমিনপুর গ্রামের আলী মোহাম্মদের স্ত্রী।
বারাদী ইউপি চেয়ারম্যান মোমিনুল ইসলাম জানান- আলী মোহাম্মদ পেশায় একজন কাঠ মিস্ত্রি। তিনি মোমিনপুর গ্রামের বারাদী বাজার এলাকায় একটি সরকারি খাস জমিতে বসবাস করেন ও বাজারের একটি ফার্নিচারের দোকানে মিস্ত্রির কাজ করেন। আজ ভোরে রান্নার কাঠ যোগাড় করতে তার স্ত্রী রশিদা খাতুন ওই ফার্নিচারের দোকানের পাশে যায়। এসময় রশিদা খাতুন বৈদ্যুতিক তার হাত পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। মসজিদ থেকে মুসল্লিরা বাড়ি ফেরার পথে তার লাশ দেখে বাড়িতে খবর দেন।
মেহেরপুর সদর থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- খবর পেয়ে বারাদি আইসি ক্যাম্প পুলিশ সেখানে পাঠানো হয়েছে।