মেহেরপুরে বিকাশ প্রতারণায় খোয়া যাওয়া ২২ হাজার টাকা ও বিভিন্ন সময়ে হারানো ৫৪টি মোবাইল ফোন উদ্ধার করে ভুক্তভোগীদের হাতে তুলে দিয়েছে পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট।
মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুর ১২টার দিকে মেহেরপুর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মালিকদের কাছে মোবাইল ফোন ও টাকা হস্তান্তর করেন পুলিশ সুপার রাফিউল আলম।
এসময় উদ্ধারকৃত সদর থানার ৩৫টি মোবাইল ও ২ টি বিকাশ প্রতারণার ১০ হাজার ৫০০ টাকা, গাংনী থানার ১৯টি মোবাইল এবং মুজিবনগর থানার বিকাশ প্রতারণার ৯ হাজার ৫০০ টাকা টাকা ভুক্তভোগীদের হাতে তুলে দেয়া হয়।
পুলিশ সুপার রাফিউল আলম বলেন, উদ্ধারকৃত মোবাইল ও টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। মোবাইল উদ্ধারের জন্য থানাতে শুধু একটি জিডি করতে হয়েছে। মোবাইল উদ্ধার করে পুলিশের পক্ষ থেকে ফোন করে মালিকদের ডেকে এনে মোবাইল হস্তান্তর করা হচ্ছে। এছাড়াও এই কাজে মোবাইল গ্রাহকদের টাকাও খরচ হয়নি।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান, সাইবার ক্রাইম ইনভেস্টেগেশন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি সাইফুল আলম সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।