“দুর্যোগ আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা”এই শ্লোগানে মেহেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে র্যালী ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে বৃহস্পতিবার সকালে র্যালী বের করা হয়।
র্যালীটি জেলা শিল্পকলা একাডেমি থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে মহড়া অনুষ্ঠিত হয়।
মহড়ায় গ্যাসের চুলা ও গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ড থেকে রক্ষাসহ ভূমিকম্প থেকে আত্মরক্ষার কৌশল উপস্থাপন করা হয়। মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা মহড়ায় অংশ গ্রহণ করেন।
এসময় জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খান স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুজ্জামান ভূঁইয়া, মেহেরপুর জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদা ইসলাম, সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মকবুলার রহমান প্রমুখ মহড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।