নিম্নচাপের প্রভাবে মেহেরপুরে গুড়িগুড়ি বৃষ্টি অব্যাহত রয়েছে। বৃষ্টির কারণে জনজীবনে দেখা দিয়েছে স্থবিরতা। বুধবার দুপুর থেকে বৃষ্টি অব্যাহত রয়েছে।
বৃষ্টির কারণে মানুষ অতি জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেনা। ছাতা মাথায় দিয়ে মানুষ ঘরের বাইরে বের হলেও বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। দিনমজুর, রিক্সা ও ভ্যানচালক শ্রেণীর মানুষগুলোর উপার্জন প্রায় বন্ধ। এছাড়াও সবজি ও সরিষা চাষে ব্যাঘাত ঘটতে পারে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানাগেছে বুধবার সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় ৪৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিস্নাত আবহাওয়া শেষে কৃষকের ফসলের ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হবে বলে জানিয়েছে জেলা কৃষি বিভাগ।