মেহেরপুরে জামাল হোসেন (৪৮) নামের এক অটোচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩ টার দিকে শহরের ময়ামারি সড়কের পাশের লিচু বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। হিরোইন সেবন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ। সে গাংনী উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) অপু সরোয়ার জানান, বিকেল ৩ টার দিকে ৯৯৯ ফোন আসে পুলিশের কাছে। তারা জানায়, ময়ামারি সড়কের পাশের লিচু বাগানে এক ব্যাক্তির মৃতদেহ পড়ে আছে। খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশের একটি দল। এ সময় একটি লিচু গাছের নীচে ঐ ব্যাক্তির লাশ পড়ে থাকতে দেখা যায়। পাশেই পড়েছিলো হেরোইন, পয়সা, হিরোইন সেবনের কাজে ব্যবহৃত সিগারেটের প্যাকেট। পাশে পড়ে থাকা একটি আইডি কার্ডও উদ্ধার করা হয়। কার্ডটি অটোশ্রমিকদের। কার্ডটি থেকেই তার পরিচয় সনাক্ত করা হয়। পরে খবর দেওয়া তার পরিবারের স্বজনদের।
তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে হিরোইন সেবন অবস্থায় তার মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে জানোন হয়েছে সে বিভিন্ন ধরনের নেশায় আসক্ত। প্রায়ই সময় সে বাড়ি থেকে বের হয়ে যায়। আবার রাতে ফিরে আসে। লাশের ময়নাতদন্ত শেষে হত্যার প্রকৃত কারণ জানা যাবে।