মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
“তথ্য প্রযুক্তির যুগে জনগনের তথ্য অধিকার নিশ্চিত হোক” এই স্লোগানে মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে আজ বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসক সন্মেলন কক্ষে আলোচনা সভা অনষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস। উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার আবদুল্লাহ আল মামুনসহ বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তাবৃন্দ।
এসময় বক্তারা বলেন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান কর্তৃক বিভিন্ন মাধ্যমে স্বপ্রণোদিত তথ্য প্রকাশের পরিমাণ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। জনগণ যত তথ্য পাবে, তাদের জীবনমানের তত উন্নয়ন ঘটবে।