মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের গরিসুতা মাঠের সীমান্ত থেকে রফিকুল ইসলাম (৩২) নামের এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।
শনিবার (১৯ আগষ্ট) সকালে ভারতের দিকে প্রবেশের সময় আনন্দবাস বিজিবি ক্যাম্পের একটি টহল দল তাকে আটক করে মামলাসহ থানায় সোপর্দ করে।
আটক রফিকুল ইসলাম আনন্দবাস গ্রামের ফেরদৌস আলী ওরফে মেন্তার ছেলে।
যদিও ভারতীয় সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে বিজিবি তাকে আটক করে তবে সীমান্তে তার অবস্থান নিয়ে এলাকার মানুষের প্রতিক্রিয়া ভিন্ন। বিষয়টি আরও তদন্ত সাপেক্ষে ঘটনার আসল রহস্য খুঁজে বের করার দাবি স্থানীয়দের।
বিজিবি সুত্রে জানা গেছে, আনন্দবাস মাঠের গরিসুতা মাঠের আন্তর্জাতিক সীমানা পিলার ১০১/৬ এস থেকে ৫০ গজ দূরে বাংলাদেশের অভ্যান্তর থেকে ভারতের দিকে প্রবেশের সময় বিজিবি টহল সদস্যরা রফিকুল ইসলামকে চ্যালেঞ্জ করে। এসময় রফিকুল ইসলাম দৌড়ে পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়। বিজিবি সদস্যরা তাকে আটক করে বিজিবি ফাঁড়িতে নিয়ে যায়। জিজ্ঞাসাবাদে সে অবৈধ পথে ভারত গমনের কথা স্বীকার করে বিজিবি সদস্যদের কাছে।
বিজিবি সুত্রে জানা গেছে, বিনা পাসপোর্ট-ভিসায় বাংলাদেশ-ভারত গমনাগমনের অপরাধে পাসপোর্ট আদেশ ১৯৭৩ এর ১১ (১১) গ ধরায় তার নামে মামলাসহ মুজিবনগর থানায় সোপর্দ করা হয়। ওই মামলার আসামি হিসেবে মুজিবনগর থানা পুলিশ তাকে মেহেরপুর আদালতে সোপর্দ করে।
মামলাটি দায়ের করেন চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের মুজিবনগরের আনন্দবাস সীমান্ত ফাঁড়ির নায়েক সাইফুজ্জামান।