১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন ও দলের সাংগঠনিক কার্যক্রমকে বেগবান করতে বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুরে বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ূব হোসেন মুজিবনগর কমপ্লেক্স সূর্যোদয় রেষ্ট হাউজে বিশেষ বর্ধিত সভার আয়োজন করেন।
চেয়ারম্যান আয়ূব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্নসম্পাদক অ্যাডভকেট ইব্রাহিম শাহিন।
ইউপি সদস্য মিঃ বাবুল মল্লিকের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বাগোয়ান ইউপি আ‘লীগের সভাপতি মুজিবুর রহমান মধু প্রমুখ।
বর্ধিত সভায় বাগোয়ান ইউনিয়ন ও গ্রাম পর্যায়ের আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেত-কর্মীরা উপস্থিত ছিলেন।